দেয়াল অংকন
দেওয়ালের গায়ে এই ধরনের চিত্র বা ফ্রেস্কো বহু বছর আগে আঁকা। ছবিগুলির রং খানিকটা ফিকে হয়ে গেলেও, সেগুলি ভাল অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। পঞ্চম রোমান সম্রাট নিরোর যে চোখ ধাঁধানো প্রাসাদ তৈরি করেছিলেন, এই কুঠুরি তারই একটি অংশ বলে ধারণা তাঁদের।