মুক্তকথা সংবাদ।। ১৬০৮ কিংবা ১৬১০ সালের দিকে ইসলাম খাঁ’র নবাবী বজড়া এসে বুড়ীগঙ্গা তীরের ঠিক যেখানটায় ভিড়েছিল সেখান থেকেই ঢাকার পত্তন। সেই ৪শ সোয়া ৪শ বছরের ঢাকার একটি ব্যস্ত সড়কের আজকের দশা। টিভি আর ইন্টারনেটের সংযোগ তার টানানোর নমুনা শহরের বহু রাস্তাকে দিয়েছে দেখার ভিন্নতা। একে সুন্দরতো বলা যায়ই না বরং বিশ্রী কদাকার বলাই একমাত্র উপযুক্ত। এসব সংযোগ তারের সাথে বিদ্যুতের তার আছে বলেও শুনা যায়। সে এক ভয়াবহ অবস্থা।