মুক্তকথা ছবি।। ব্যাস্ত নগরী ঢাকা। সেই ইসলাম খাঁ’এর আমলে দিল্লীর সুবে বাংলার রাজধানীর মর্যাদা পেয়েছিল। নগর গড়ে তোলা শুরু হয়েছিল রাজধানীর আদলে। স্থাপনাগুলিও সে নমুনায় গড়ে তোলা হয়েছিল। কিন্তু ইংরেজ আমল সে সবকিছুকে তচনচ করে দিয়েছিল। নবাবী শাসনের কোন চিহ্নই তারা রাখতে চায়নি। যা কিছু রয়ে গিয়েছিল সেগুলো তাদের অপারগতা। নবাবদের গোমস্তাদের শাসক বানিয়ে লুন্ঠনের পথ পরিষ্কার করেছিল। কালের যাত্রায় প্রাচীনকালের সেই ঢাকার অধুনা রূপ উপরের এই ছবিখানা।