মাররাকাশ বিমান বন্দরের সন্মুখভাগের একাংশ। বন্দরের নির্মাণ শৈলী নয়নকারা বলতেই হয়। দূর থেকে মনে হবে মরুভূমির ইগলপাখী ডানা মেলে শূণ্যে উড়াল দিতে চাচ্ছে। সব ধরনের প্রথম শ্রণীর পরিসেবা এখানে রয়েছে। ব্যস্ত বন্দর, সবসময়ই পর্যটকের ভীড় লেগেই আছে। কিন্তু এর মাঝেও সবকিছু ছিমছাম। কোন কাজেই গাফিলতি পরিলক্ষিত হবে না।পেশার ভিত খুব মজবুত।