লাইনে দাড়কারানো আধুনিক তাবু। ভেতরে কিন্তু খুবই প্রাচীন আদলের ফলমূলের দোকান। মালামাল সাজিয়ে রাখার মাঝেও একটা মুন্সিয়ানার ছাপ লক্ষ্য করা যায়।
দোকানে হরেক রকমের দেশজ ফলমূল পাওয়া যায়। কোন দামদর নেই। নিয়মে বাঁধা দামে সবকিছু বিক্রি হয়। ছোট্ট দোকান কিন্তু ব্যবস্থাপনায় বুনিয়াদী পেশার ছাপ লক্ষ্য করা যায়। মুসাফির বা পর্যটক দেখে দাম বাড়িয়ে বিক্রির প্রবণতা নাই বললেই চলে।