লা জারদিন হোটেল এণ্ড রেঁস্তোরার ভেতরের একটি সুনসান নীরব অবস্থা। বেশ বড় হোটেলের পাঁচতলা দালান। অনেক পুরোনো দালান। ফটক ডিঙ্গিয়ে দালানের ভেতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে বেশ বড় আকারের পুকুর। পুকুর বললে ভুল হবে। সাঁতার কাটার কৃত্তিম পুকুর। টইটুম্বুর স্বচ্ছ পরিষ্কার পানি। পুকুরের তলদেশ স্পষ্টই দেখা যায়। ইংলিশগন যাকে বলে ‘সুইমিং পুল’। হোটেলের ভেতরের এই পুকুরের নজরকাড়া রূপ মনোহর আমাকে ছবি তুলতে বাধ্য করে।