লা জারদিন হোটেল ও রেঁস্তোরার সাঁতার পুকুর। ইংরেজীতে যাকে বলে ‘সুইমিং পুল’। পুকুরের রাতের দৃশ্যপট যে কোন মানুষের মনে দাগ কাটবে। খুবই নয়নভুলা করে সাজিয়ে রাখা হয়েছে পুকুরটিকে। স্বচ্ছ স্ফটিক জলরাশিতে নিজের চেহারা দেখা যাবে অনায়াসে। স্ফটিক জলে দালানবাড়ীর আলোর ঝিলিমিলি এক যাদুকরি মনোহর তৃপ্তি। দূর থেকে হাতচানি দেয় পানিতে ঝাপিয়ে পড়তে