Category: বৈঠক

0

আগামী জুন মাসে ভারতের শিল্প, বাণিজ্য ও বিমানচালনা মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

লণ্ডন।। বাংলাদেশ-ভারতের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের মাত্রা আরো বাড়ানোর সুযোগ রয়েছে বলেছেন ভারতের শিল্প-বাণিজ্য ও বিমানচালনা মন্ত্রী সুরেশ প্রভু। তিনি আশা প্রকাশ করেছেন আগামী জুনে বাংলাদেশ সফরে আসার। বাংলাদেশের গ্রামঞ্চলে মানুষের জীবনযাত্রার মান কি নমুনায় এগিয়ে গেছে তিনি ঘুরে ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

0

জেরেমী করবিন ও ঘানার প্রেসিডেন্ট আকুফো আদ্দো বৈঠক

লণ্ডন।। কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের আগে আজ সকালের দিকে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো, সংসদে শ্রমিকদলের বিরুধীদলীয় নেতা সম্মানিত জেরেমী করবিন-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রেসিডেন্ট আকুফো আদ্দো বিরুধীদলীয় নেতাকে এ বছরের শেষে ঘানা ঘুরে আসার আমন্ত্রণ জানান। বিরুধীদলীয় নেতা সহৃদয়তার সাথে আকুফো’র আমন্ত্রণকে গ্রহন করেন।