তবে কি এও ধনবাদের নিয়ম ও নিয়তি
প্রায় দু’হাজার বছরের পুরানো শহর লণ্ডন। রোমানগন এ শহর প্রতিষ্ঠা করেন আজ থেকে ১৯৭৫ বছর আগে। সেইতো চলার শুরু। আধুনিক লণ্ডনে প্রায় ৭০ লাখ মানুষের বসতি। সপ্তদশ শতক থেকেই গোটা ইউরোপে লণ্ডন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজধানী। ঊনবিংশ শতাব্দীতে এটিই ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এখনও তার সে ঐতিহ্য বজায় রেখে আছে। আগামী অজানা।