Daily Archive: April 16, 2018

0

স্ত্রীর অধিকার আদায়ে ভাইস চেয়ারম্যানের বাড়িতে মহিলা এসআই, অতঃপর…

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের রাজনগর থানার এক নারী এসআই স্ত্রীর অধিকার আদায় করতে গিয়ে তার দাবীকরা স্বামী উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘর তছনছ করেছেন এমন অভিযোগ উঠেছে। জেলা পুলিশ কর্মকর্তা তাকে ক্লোজ করেছন বলে জানা গেছে।

0

জেরেমী করবিন ও ঘানার প্রেসিডেন্ট আকুফো আদ্দো বৈঠক

লণ্ডন।। কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের আগে আজ সকালের দিকে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো, সংসদে শ্রমিকদলের বিরুধীদলীয় নেতা সম্মানিত জেরেমী করবিন-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রেসিডেন্ট আকুফো আদ্দো বিরুধীদলীয় নেতাকে এ বছরের শেষে ঘানা ঘুরে আসার আমন্ত্রণ জানান। বিরুধীদলীয় নেতা সহৃদয়তার সাথে আকুফো’র আমন্ত্রণকে গ্রহন করেন।

0

পাব কোম্পানী ‘জেডি হুয়েদারস্পুন’ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে

লণ্ডন।। বৃটেনের সুরা(পাব) ব্যবসা কোম্পানী “জেডি হুয়েদারস্পুন” ফেইচবুক টুইটারসহ তাদের সকল সামাজিক গণমাধ্যম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মানুষের ব্যক্তিগত বিবরণের অপব্যবহার এবং এসবের নেশাধর্মী ব্যবহার দিন দিন বাড়তে থাকাই এমন সিদ্ধান্ত নিতে তাদের প্রভাবিত করেছে বলেছেন কোম্পানীটির চেয়ারপারসন টিম মার্টিন। এসবে মানুষ এতো সময় ব্যয় করছে যা একমাত্র নেশাকুরদের সাথেই তুলনা করা যায়।

0

লেদার লেনের সুউচ্চ দালানে আগুন, ফ্লাট পুড়ে ছাই

ষ্ট্রাটফোর্ডের লেদারলেন। উল্লেখযোগ্যসংখ্যক বাঙ্গালী এখানে বসবাস করেন। রোববার দিনগত রাত ১টা ২০মিনিটের সময় দমকল বাহিনী টেলিফোন পেতে শুরু করে। একটি সুউচ্চ দালানের বেশ উপরের একটি ফ্লাটঘরে আগুন লেগেছে। সাথে সাথেই খবর ছড়িয়ে পরে ‘সামাজিক গণমাধ্যম’-এ। ছবি ও ভিডিও প্রকাশ হয়। শতাধিক আবাসিক প্রানভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। অবশ্য কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোন প্রকার জখম বা প্রানহানীর খবর পাওয়া যায়নি।