1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে গাড়ীতে আচার বিক্রির নামে ছিনতাই - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে গাড়ীতে আচার বিক্রির নামে ছিনতাই

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৮৩৮ পড়া হয়েছে
আচার খাইয়ে ছিনতাই

মৌলভীবাজারে কারা এই আচার বিক্রয়ের সাথে জড়িত!

খরিদ করে এক পুড়িয়া আচার খা‌ওয়ার পর জ্ঞান হারান, হুশ হ‌ওয়ার পর দেখেন তার ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার শহরের পৌর বাসট্যান্ড থেকে শনিবার দুপুরে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অচেতন হওয়া ওই ব্যবসায়ীর নাম সৈয়দ জুনেদ আলী। তিনি সিলেটের ওসমানীনগর থানার সাদী পুর ইউপির সৈয়দপুর গ্রামের বাসিন্দা। ওই ব্যবসায়ী এখন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার সরেজমিনে হাসপাতালে গেলে চিকিৎসাধীন ব্যবসায়ী সৈয়দ জুনেদ আলী বলেন, শেরপুর নতুনবাজার এলাকায় ‘সৈয়দা নাহিদা ট্রেডার্স’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। আর তাই ব্যবসার কাজে দোকানের মালামাল ক্রয় করতে গত শনিবার সকাল ১০টায় তিনি শ্রীমঙ্গলের উদ্যেশ্যে একটি হবিগঞ্জী বাসে উঠেন। গাড়িটি মৌলভীবাজার পৌর বাসট্যান্ড এলাকায় গেলে এক অপরিচিত লোক আচার ও পানীয় বিক্রি করতে গাড়িতে উঠে। তিনি ওই লোকটির কাছ থেকে এক পুড়িয়া আচার ও পানীয় খেলে তাৎক্ষনিক অচেতন হয়ে পড়েন। জ্ঞান আসলে দেখেন তার সাথে থাকা ৭ লাখ টাকা উধাও হয়ে গেছে। অচেতন অবস্থায় তিনি শ্রীমঙ্গল শহরে গেলে গাড়ির যাত্রী ও শহরের ব্যবসায়ী জ্যোতি পাল ও বিপ্লব পাল-এর সহযোগীতায় শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জুনেদ আলীর বড় ভাই সৈয়দ সওকত আলী বলেন, খবর পেয়ে তাকে শ্রীমঙ্গল হাসপাতাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এনে ভর্তি করেছি। তার শরীরটা এখনো দুর্বল। সারা শরীরে ব্যথা অনুভব করছে। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT