রোহিঙ্গা সংকটে সামরিক অভিযান এক্ষুনি বন্ধের দাবী জানিয়েছেন জাতিসংঘ প্রধান এন্তনিও গুতরেজ
by
Harun
·
Sep 29, 2017

রোহিঙ্গা সংকটে সামরিক অভিযান এক্ষুনি বন্ধের দাবী জানিয়েছেন জাতিসংঘ প্রধান এন্তনিও গুতরেজ। তিনি বলেছেন এ সামরিক অভিযানে এ পর্যন্ত ৫ লাখ রোহিঙ্গা মুসলমানকে পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে দ্রুত তৈরী হওয়া একটি শ্মরণার্থীগত জরুরী অবস্থা এবং একটি মানবিক বিপর্যয় ও মানবাধিকার সংকটের দুঃস্বপ্ন বলে তিনি আখ্যায়িত করেন। তিনি হুশিয়ার করে দেন এই বলে যে এই সংকট সন্ত্রাসি জঙ্গিমৌলবাদী তৈরী, গুরুতর অপরাধ সংগঠন এবং মানব পাচারের মত জঘন্য অপরাধের আঁতুরঘর হিসেবে কাজ করছে। -গার্ডিয়ান
You may also like...