1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গোকুলানন্দ গীতিস্বামী অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন - মুক্তকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

গোকুলানন্দ গীতিস্বামী অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৫২২ পড়া হয়েছে

পরিবার সদস্যদের শান্তনা জানাতে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের বাড়িতে আব্দুস শহীদ এমপি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে পরিবার সদস্যদের শান্তনা জানাতে পশ্চিম কুমড়াকাপন গ্রামের বাড়িতে  আসেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। তিনি রোববার বিকাল সাড়ে ৪ টায় পশ্চিম কুমড়াকাপন গ্রামে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের বাড়িতে এসে তার পরিবার সদস্যদের সাথে দেখা করে তাদের শান্তনা জানান। মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে তিনি গভীর শোকপ্রকাশ করে শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময়  উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেন,  বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের অবদান দেশবাসী কোনদিন ভুলবে না। তাঁর মৃত্যুতে দেশ সত্যিকারের একজন বীরসেনানীকে হারালো। মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কোনদিন পূরণ হওয়ার নয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের পশ্চিম কুমড়াকাপন গ্রামের বাসিন্দা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পাল গত ২৫ নভেম্বর রাত ১ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন। শনিবার দুপুর পৌনে ১২টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

কমলগঞ্জে ১২১ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন- সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন। রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গোকুলানন্দ গীতিস্বামীর ১২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার মাধবপুর মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির আয়োজনে এবং মণিপুরী ললিতকলা একাডেমির সহযোগিতায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার সকালে এক বর্ণাঢ্য পথযাত্রায়, প্রয়াত গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রেশ্বর সিংহের সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিপুরি গবেষণা পরিষদের সভাপতি জিতেন্দ্র কুমার সিংহ। আলোচনায় অংশ নেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, খঙচেল পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সিংহ, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT