1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শাহরিয়ার বিন আলী সরব আন্দোলনের এক নীরব কর্মী - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

শাহরিয়ার বিন আলী সরব আন্দোলনের এক নীরব কর্মী

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ১৮৬ পড়া হয়েছে

লণ্ডন।। শাহরিয়ার বিন আলী, ট্রেড ইউনিয়ন ও বর্নবাদ বিরোধী আন্দোলনের একজন নিরলস কর্মী।  গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত ব্রাইটন ম্যারাথনের ১০কিমি দৌড়ে তিনি অংশ নেন।  ১০ কিলোমিটারের ওই দৌড়ে  অংশ নেয়ার কারণ হিসেবে জানা যায়, পূর্ব লন্ডনে বর্নবাদী হামলায় নিহত বাংলাদেশী শ্রমিক আলতাব আলী হত্যার ৪০তম বার্ষিকী স্মরণ করে শাহরিয়ার এ দৌড়ে অংশগ্রহণ করেন। স্বেচ্ছা সেবার মনোভাব থেকে শাহরিয়ার এই দৌড়ের মধ্য দিয়ে “রিফিউজি একশন”(Refugee Action), “হোপ নট হেইট”(Hope not Hate) , “ট্রিনিটি সেন্টার”(Trinity Centre) এই তিনটি চ্যারিটি সংগঠনকে সাহায্য করার জন্য অর্থ উত্তোলন করবেন।

বিলেতের বাঙ্গালী অধ্যুষিত পূর্বলণ্ডনের জটিল বহুধারা রাজনীতির ঘোলাটে মাঠে শাহরিয়ার হাটছেন দীর্ঘসময় ধরে। প্রগতি মনস্ক শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স শেষ করে লণ্ডনে এসে পুনরায় লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স শেষ করেছেন। ভদ্র মার্জিত রুচিসম্পন্ন বামরাজনীতির মানুষ শাহরিয়ার মনে করেন সময় অনেক বদলেছে। এসময়ে বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারন মানুষের আন্দোলন আরো তীব্র হবে, জোরদার হবে মেহনতি মানুষের আন্দোলনী ঐক্য। বিশ্ব প্রেক্ষাপটে কর্মজীবী পেশাজীবী মানুষের চলমান আন্দোলন সফল হবে বলে তিনি খুবই আশাবাদী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT