1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্ব ফুটবল কাপ প্রতিযোগীতায় আজকে স্পেনের সাথে জিতে শেষ আটে রাশিয়া - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

বিশ্ব ফুটবল কাপ প্রতিযোগীতায় আজকে স্পেনের সাথে জিতে শেষ আটে রাশিয়া

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৪২ পড়া হয়েছে

লণ্ডন।। বলা যায় হাড্ডা-হাড্ডি লড়াই। খেলা শুরু হয় আজ ১লা জুলাই লণ্ডন সময় বিকেল ৫টায়। একদিকে এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন বিপরীতে দুনিয়া কাঁপানো দশ দিন খ্যাত লাল ফৌজের দেশ বিশ্ব শক্তিধর রাশিয়া। উভয় পক্ষই বল নিজেদের দখলে রাখার প্রয়াস করতে গিয়ে অমিত তেজে খেলেছেন। ফলে খেলা উপভোগ্য ছিল।
আগের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন জিতে নেয়ার চেষ্টা কম করেনি। শেষ সময় পর্যন্ত ১-১ গোলে সমান সমান ছিল। দেয়া হয় অতিরিক্ত সময়। এতেও ফল আসেনি। অতিরিক্ত সময়েও কেউই গোল করতে পারেনি। কিন্তু সমান সমান হলে হয় না। যে কোন একজনকে জিততেই হবে। ফলে রেফারীর বাঁশী বেজে উঠে ‘টাইব্রেকার’এ যাবার হুকুম দিতে।
আসে খেলা চলার সূচীভাঙ্গার পালা(টাইব্রেকার)। আর এই টাইব্রেকারেই নিশ্চিত হয় ফলাফল। টাইব্রেকারে স্পেনীয়দের দুটি পায়ের মার অসফল হয়। গোল দিতে পারেনি। স্পেনের ১১নং খেলোয়ার ইনিয়েস্তা গোল করতে পারেননি। গোলরক্ষক বল ধরতে পারেননি দেখে পাদিয়ে চেষ্টা করতে তা কাজে লেগে যায়। গোল রক্ষকের পায়ে বাড়ি খেয়ে বল বাইরে চলে যায়। আর এরই ফলে ৪-৩ গোলের ব্যবধানে প্রতিযোগীতায় জিতে যায় রাশিয়া। উঠে যায় শেষ আটে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT