মুক্তকথা সংবাদকক্ষ।। প্রায় সাড়ে ৬মাস বয়সী ভ্রূণকে নষ্ট করার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই মহিলার আবেদন খারিজ করে দিয়ে বলেন, ওই ভ্রূণটি আবেদনকারীর দেহে থাকলে ডাক্তারী বিবরণ অনুযায়ী তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। এনডিটিভি আজ এমন খবর প্রকাশ করেছে।

ভ্রূণ নষ্ট করা মামলা খারিজ
প্রকাশিত খবরে জানা যায়, ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক মহিলা তাঁর পেটে ক্রমে বেড়ে উঠতে থাকা ভ্রূণটিকে নষ্ট করে ফেলতে চেয়ে উচ্চ আদালতের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়, ওই ভ্রূণটিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি অঙ্গ তৈরি হয়ে গিয়েছে। এছাড়া, এই ভ্রূণের জন্য ওই মহিলার প্রাণসংশয়ের কোন অবস্থাও তৈরি হবে না। পিজি হাসপাতালের কয়েকজন চিকিৎসককে নিয়ে গড়া ডাক্তারী পরিষৎ আদালতে বিবরণ জমা দিয়ে জানায়, পূর্ণ সময় গর্ভধারণের পর যদি ওই ভ্রূণটি থেকে বেরোনো শিশুটি জন্মগ্রহণ করে, তাহলে মহিলার কোনও সমস্যা হওয়ার কথা নয়।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”