1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধর্ষণরোধে তৈরী হয়েছে সেন্সরযুক্ত অন্তর্বাস - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ধর্ষণরোধে তৈরী হয়েছে সেন্সরযুক্ত অন্তর্বাস

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৫০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। মনীষা মোহন নামের এক ভারতীয় প্রকৌশলী বিশ্বে সাড়াজাগানোর মত এক বিশেষ কাজের উদ্যোগ নিয়েছেন। কিছুটা অভিনব শোনালেও খুবই সময়োপযোগী আর কার্যকর উদ্যোগ তার। ধর্ষণ থেকে নিজেকে বাঁচাবার এক অভুতপূর্ব অন্তর্বাস তিনি তৈরী করেছেন। মনীষা বর্তমানে মেসাসুয়েটস ইন্সটিটিউট অফ টেকনোলজিতে গবেষণা করছেন। ওখানেই তিনি বিশেষ ধরনের সেন্সর তৈরী করেছেন, যা ধর্ষণ বা শ্লীলতা নষ্টের মত অপরাধমূলক ঘটনা আটকাতে পারবে।

সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, যদি কোন মহিলার পোষাক খোলা হয়, তা’হলে পোষাকে লাগিয়ে রাখা সেন্সর সংবাদ প্রেরণ করবে আত্মীয় বা বন্ধুর কাছে। কাপড় খোলার ঘটনায় জড়িত মহিলার সম্মতি রয়েছে কি-না তা জেনে নেয়ার সুযোগ আছে ওই সেন্সরের মাধ্যমে। সেন্সর থেকে সংবাদ পাঠাবার ৩০সেকেন্ডের মাঝে কোন উত্তর না এলে আপনা থেকেই জোরে ঘন্টা বাঁজতে থাকবে। ধর্ষনের শিকার যিনি তিনি নিজে থেকে একটি ‘পাসওয়ার্ড’ ব্যবহার করে ঘন্টা না থামালে তা বাঁজতেই থাকবে। একই সাথে আক্রমণের শিকার মহিলার অবস্থানও পৌঁছে যাবে তার নিজের মানুষের কাছে। সূত্র:’ওয়েষ্ট বেঙ্গল রিপোর্ট’

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT