1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের রামাদান প্যাকেজ ও বিভিন্ন মহলের ইফতার অনুষ্ঠান - মুক্তকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের রামাদান প্যাকেজ ও বিভিন্ন মহলের ইফতার অনুষ্ঠান

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৩৪১ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রশাসনের ইফতার

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে রোববার জেলা কালেকটরেট প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজান, অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মাহমুদ রেজা, মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক আনোয়ারুল আজিমসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, জেলা ও উপজেলার পুলিশ ও সিভিল কর্মকর্তা, ব্যবসায়ী, সরকারি
চাকুরিজীবি ও সাংবাদিকগন। ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যান কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করা হয়।

রাজনগর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. ফরহাদ হোসেন।। মৌলভীবাজারের রাজনগরে প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) স্থানীয় এক মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম, সাবেক সিভিল সার্জন ও রাজনগর প্রেসক্লাবের আজীবন সদস্য ডা. একে জিল্লুল হক, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান, এলজিইডি’র সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা আকলু মিয়া চৌধুরী, ফারুক আহমেদ বখত, মাসুদ আহমদ, উপজেলা বিএনপি’র সম্পাদক (একাংশ) আশরাফুজ্জামান খান নাহাজ, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ শহীদ বকস, যুগান্তর স্বজন সমাবেশের রাজনগর উপজেলা সভাপতি
রেজওয়ানুল হক পিপুলসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা অলিদ আহমেদ।

প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের রামাদান প্যাকেজ ২০১৯ সালের খাদ্য সামগ্রী বিতরন

জেসমিন মনসুর।। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও গত ১৪ই মে একাটুনা ইউনিয়নের কচুয়াস্থ মরহুম মিয়াজান মনসুরের বাড়ীতে মৌলভীবাজার জেলার প্রায় পাঁচশত পরিবারের মধ্যে ৬লাখ টাকা মূল্যের সেহরি ও ইফতার  খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং যুব সংগটক শামীম আহমদ ও ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর এলাকার সাংসদ জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা নেছার আহমদ এমপি ও বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান জননেতা মোহাম্মদ কামাল হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনকার আহমদ ও ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আবু সুফিয়ান। অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রামাদান প্রজেক্টের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর টেলিফোনে এবারকার রামাদানে ইউনিয়নের অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরনের এই মহতি উদ্দ্যোগে যারা অর্থ ও শ্রম দিয়েছেন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সব মহতি কাজে সহযোগিতাকারী দেশে বিদেশের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফাউন্ডেশনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ বোরহান উদ্দিন রঃ ইসলামিক সোসাইটি(বি আই এস)এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ-এর সেক্রেটারী আলিম উদ্দিন হালিম, ইউকে ওয়েলস ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান তালুকদার শাওন, প্রবীন মুরব্বী আলহাজ্ব দুরুদ মিয়া, ফারুক আহমদ, একাটুনা ইউপি সদস্য মনিরুল ইসলাম ইমন, মেম্বার আব্দুলাহ মিয়া, ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার ও ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর প্রমুখ নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT