1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভাইরাসের কারণে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা বাতিল ঘোষনা - মুক্তকথা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

ভাইরাসের কারণে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা বাতিল ঘোষনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২০৪ পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।। ১৯৬৫ সালের পর এই প্রথম মৌলভীবাজারের কমলগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা, করোনা ভাইরাসের কারনে বাতিল ঘোষনা করা হয়েছে। প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ১৩ ও ১৪ এপ্রিল দুইদিন ব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চড়ক পূজা ও মেলা অনুষ্টিত হয়। কিন্তু এ বছর সরকারের লোকসমাগম নিষেধজ্ঞার কারণে আয়োজক কমিটি বাতিল ঘোষনা করেছে।

চড়কপুজা ও মেলা আয়োজক কমিটির সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরী দিঘীর পাড়ে চড়কপুজাটি দুইশতবছর আগ হতে ঐতিহ্যবহন করে প্রতিবছর ১৩ ও ১৪ এপ্রিল ২ দিনব্যাপী অনুষ্টিত হতো। এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লোকের ঢল নামে। চড়ক পূজা উপলক্ষে বিশাল মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারী জিনিসপত্র উঠতো। কিন্তু সরকারী নির্দেশে সকল ধরনের লোক সমাগম বন্ধ থাকায় এবারের চড়ক পুজা ও মেলা বাতিল করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT