1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চিত্ত রঞ্জন দাসের পরলোকগমন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

চিত্ত রঞ্জন দাসের পরলোকগমন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২০
  • ১৮৩ পড়া হয়েছে

রিপনকান্তি ধর।। মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত অফিস সহকারী চিত্ত রঞ্জন দাস ১৯শে মে মংগলবার রাত ১১:১৫মিনিটে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছেন। উনার অন্তস্টিক্রিয়া মধ্যরাতে সৈয়ারপুর শ্মশানঘাটে সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি সন্তান সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে ডাঃ শান্তুনো দাস টিটু পেশায় একজন ডাক্তার। অপর সন্তান সৌমিত্র দাস লিটু কানাডা প্রবাসী। মৌলভীবাজার সৈয়ারপুর লক্ষিবালা রোডের স্থায়ী নিবাসী, শহরের প্রবীণতম ডাঃ সত্য রঞ্জন দাস তার আপন ছোট ভাই।

উল্লেখযোগ্য যে, ষাটের দশকের গোড়ার দিকে চিত্তরঞ্জন দাস নব্য প্রতিষ্ঠিত মৌলভীবাজার মহাবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে যোগ দেন। নম্র অমায়িক স্বভাবের চিত্তরঞ্জন দাস সে সময়ের সকল ছাত্র-ছাত্রীদের কাছে আপনজনের মত ছিলেন। তার কর্মনিষ্ঠা, বিনয়, নম্রতা ও সততার জন্য মহাবিদ্যালয়ের সকলের প্রিয়পাত্র ছিলেন। মহাবিদ্যালয়ে তার চাকুরী জীবনের প্রথম অধ্যক্ষ ছিলেন বর্তমান সিলেটের প্রয়াত এম আহমদ চৌধুরী। অধ্যক্ষ এম আহমদ সকলের কাছে ‘আহমদ সাব’ বলেই খ্যাত ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন তার খুবই প্রিয়পাত্র। ষাট-সত্তুরের দশকের সকল ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন এক আত্মার আত্মীয়। প্রায় সকলেই তাকে সম্মানের সাথে চিত্তদা বলে সম্ভোধন করতো। চাকুরীকালীন সময়ে চিত্তরঞ্জন দাস ছাত্র-ছাত্রীদের কাছে এতই প্রিয় ও বিশ্বস্ত ছিলেন যে বহু ছাত্র-ছাত্রীকে বিশ্বাসের উপর ভরসা করে, পরে পরিশোধের শর্তে ভর্তি ফিস না রেখেই ভর্তি করিয়ে নিতেন। এই ভর্তি বিষয়ে কোন ছাত্র-ছাত্রীও তাকে কোন দিন ঠকিয়েছে শুনা যায়নি।
আমরা মুক্তকথা পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT