1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলা সংগীত উতসব - মুক্তকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

বাংলা সংগীত উতসব

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ২৪৭ পড়া হয়েছে

BengaliSongsFestival2016মুক্তকথা: মঙ্গলবার ২৮শে জুন ২০১৬: ১.৫৯::
কবিতা ও বাংলা  সংগীতের সমিতি ‘সৌধ’এর আয়োজনে ২মাস ব্যাপী চতুর্থ বাংলা সঙ্গীত উতসব শুরু হতে যাচ্ছে আগষ্ট থেকে। লন্ডনের নামজাদা কীটস হাউস, রয়েল আলবার্ট হল, রিক মিক্স ও নেহরু সেন্টারে এই উতসবের জমকালো পর্বগুলো মুক্তমঞ্চে মানুষকে দেখানো হবে। একেবারে নিখরচায় যে কেউ এই অনুষ্ঠানাদি উপভোগ করতে পারবেন।
উতসবের ২০, ২৭ আগষ্ট ও ৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য সংস্কৃতির সাড়ে সাতশত বছরের ইতিহাস ও বিবর্তনের নানা রংগা কাহিনী। আয়োজকরা তাদের প্রচারপত্রে লিখেছেন চর্য্যাপদ থেকে শুরু করে বাউল, কীর্তণ, টপ্পা; রবিঠাকুর থেকে শুরু করে ডিএল রায়, অতুল প্রসাদ, রজণীকান্ত ও নজরুল হয়ে আধুনিক সলীল, মান্না, শচীণ সহ আরো বহু কিংবদন্তীর রচয়িতা, সুরকারগনের সঙ্গীত স্রোত ধারার স্তরে স্তরে বিবর্তনের বলতে গেলে জীবন্ত কাহিনী তুলে ধরা হবে।

উইম্বিলডন পাঠাগার আনন্দিতচিত্তে শ্রেষ্ট এই বাংলা সংগীতের পর্বানুষ্ঠানটি তাদের পাঠাগারে অনুষ্ঠানের অনুমোদন করেছেন স্বগৌরবে। যুক্তরাজ্যের দয়দিকে ছড়িয়ে থাকা পূর্ব ও পশ্চিমবাংলার খ্যাতীমান শিল্পীকুশলীগন বাংলা সংগীতকোষ ভান্ডারের দীর্ঘ পথ পরিক্রমার দরজা খুলে দেবেন সকলের সামনে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT