1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চিরশান্তির পথে চলে গেলেন ধরকাপনের সৈয়দ লিয়াকত, প্রয়াত হলেন নিউইয়র্কে - মুক্তকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

চিরশান্তির পথে চলে গেলেন ধরকাপনের সৈয়দ লিয়াকত, প্রয়াত হলেন নিউইয়র্কে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৭৬৬ পড়া হয়েছে

মামুনূর রশীদ মহসিন।। সৈয়দ লিয়াকত হোসেন। মৌলভীবাজার শহরের দক্ষিণ-পশ্চিম প্রান্ত ঘেঁষে গড়ে উঠা ছোট্ট গ্রাম ধরকাপনের বহুল পরিচিত সময়ের শীর্ঘখ্যাতির দলিল লেখক মরহুম সৈয়দ আব্দুল গফুরের বড় ছেলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকায়। গত সোমবার ২৫মে আমেরিকার নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সময় সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ৭১বছর বয়সে চিরশান্তির কোলে আশ্রয় নিলেন। দীর্ঘকাল যাবৎ তিনি হৃদরোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাকে নিউইয়র্কেই চিরনিদ্রার কোলে সমাধিস্ত করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবী সৈয়দ লিয়াকত শহরের শ্রীমঙ্গল সড়কের রয়েল ম্যানশনের সত্ত্বাধিকারী ছিলেন। সদা হাসির সৈয়দ লিয়াকতের নম্রতা আর বিনয় ছিল জীবন সঙ্গীর মত। সৈয়দ লিয়াকতকে তার মৌলভীবাজারের জীবনে কোন সময়ই বিমর্ষবদনে দেখা যায়নি। হাসি-খুশীমনে বন্ধু-বান্ধবদের আড্ডাদিয়ে সময় কাটানো তার খুব পছন্দের ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে মৌলভীবাজারের জাসদ রাজনীতির প্রানকেন্দ্র ছিল পূর্বধরকাপনের তাদের সেই বাড়ী। সৈয়দ লিয়াকতের ছোটভাই প্রয়াত সৈয়দ মামুন হোসেনের ছাত্রলীগ ও পরবর্তীতে জাসদ রাজনীতির সম্পৃক্ততাই একসময় তাদের বাড়ীকে গড়ে তোলে জাসদ ঘরানার বাম রাজনীতির প্রানকেন্দ্র হিসেবে। মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের তাদের সেই বাড়ীটি অতীত বহু স্মৃতির যাদুঘর হয়ে আজো বুক উঁচু করে দাড়িয়ে আছে পূর্ব ধরকাপন এলাকায়।
সৈয়দ লিয়াকতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT