1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভ্রাম্যমাণ আদালত এখন জীবনের অংশ হয়ে উঠছে - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ আদালত এখন জীবনের অংশ হয়ে উঠছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৬ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা মোতাবেক গত ১৯ অগষ্ট বিকাল ৩ ঘটিকা হতে ৬ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার শহরে জেলা প্রশাসনের ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা একযোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়৷ দেশের চলিত দন্ডবিধি-১৮৬০ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের এ প্রক্রিয়া বাস্তবে কার্যকরী করা হয়৷ এসময় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ২০০টি মুখোশ(মাস্ক) বিতরণ করা হয়।

পথচারী শিশুকে মুখোশ পরিয়ে দিচ্ছেন একজন সরকারী কর্মকর্তা। ছবি: মুক্তকথা
চলছে জরিমানা আদায়ের পর্ব। ছবি: মুক্তকথা গরীব নিরীহ একজন রিক্সা চালককে বিনামূল্যের মুখোশ দেয়া হচ্ছে। ছবি: মুক্তকথা

জেলা শহরের গণপরিবহনে স্বাস্থ্যবিধি তদারকি, আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিনামূল্যের এই মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার ও অর্ণব মালাকার। এসময় আদালত মোট ১৮টি মামলা নথিভুক্ত করেন এবং আইন অমান্যকারীদের ১১,৬০০টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, অর্নব মালাকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT