1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধর্ষণের বিরুদ্ধে চরম অসন্তোষ - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে চরম অসন্তোষ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৬৯ পড়া হয়েছে

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

-মৌলভীবাজারে পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আবহমান কাল থেকেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণজনিত বৈশ্বিক এ মহামারিকালে সরকারি নির্দেশনা ও জাতীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে হবে। তিনি বলেন, সবার আগে জীবন। জীবন রক্ষা করেই আমাদের সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলায় ৬৭টি পূজা মন্ডপে ৫শ কেজি করে মোট ৩৩.৫ মে.টন জি.আর চালের জিও, ননএমপিও শিক্ষকদের অনুদান, গৃহহীনদের ঘরের চাবি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন মন্ত্রী। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।
মন্ত্রী বলেন, আ’লীগ সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে কোনো কর্মহীন, গৃহহীন ও খাদ্যঅভাবে মানুষ থাকবেনা। পরিবেশ মন্ত্রী আরো বলেন, সরকারি ব্যস্থাপনায় মহামারিকালেও দেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার হয়েছে । চলমান সামাজিক সমস্যা বিষয়ে তিনি বলেন, কুলাঙ্গার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্থির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মৌলভীবাজারবাসীও ধর্ষকদের সর্বোচ্চ শাস্থি দাবি করছে।


মৌলভীবাজারে ধর্ষকদের সর্বোচ্চ শাস্থির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারে ধর্ষকদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবীতে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ নামের একটি সামাজিক সংগঠন। দেশব্যাপী চলমান ধর্ষণের মত পাশবিক নিকৃষ্ট অপরাধে যুক্তদের সর্বোচ্চ শাস্থির দাবিতে শনিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী কর্তৃক ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের নির্দেশনাকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, আনন্দ মিছিল শেষে চৌমুনাতে সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী জাকের আহমদ(অপু)। বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, আশরাফ মাহমুদ শাকিল, মোঃ জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রাব্বি, লিজা আক্তার, পপি বেগম, ফাহিমা তাহমিনাসহ আরো অনেকে।

ধর্ষণকারীদের সামাজকিভাবে প্রতিহত ও সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে

—মাওলানা ওবায়দুল হক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন, বাংলাদেশে ধর্ষণ মহামারির আকার ধারণ করেছে। দূর্নীতি, খুনের সাথে ধর্ষণ ব্যাপক আকারে চলছে। বাংলাদেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। সরকার দলীয় লোকজন এসব খুন, ধর্ষনরে সাথে জড়িত থাকায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। জুলুম অত্যাচার নির্যাতনকারীদের পরিচয় হচ্ছে তারা বর্তমান সরকারের লোকজন। সরকারের প্রশ্রয়ের কারণে এসব অপরাধীদের কোন বিচার হচ্ছে না। ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দিয়ে ইসলামী বিধানমতে ধর্ষণকারীদের শাস্তির আইন পাশ করতে হবে। দেশব্যাপী ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।৯ অক্টোবর শুক্রবার ২০২০ইং জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ জমিয়াতুল মুফাসসিরিনের চেয়ারম্যান মুফাসসির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মাসুদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
অন্যান্য বক্তারা বলেন, সরকার দেশ চালাতে গিয়ে হিমসিম খাচ্ছে। প্রতিদিন ধর্ষনের ঘটনা ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। সরকার নিজের দলের লোকজনকে প্রশ্রয় দিতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ পরিস্থিতির পরিবর্তন আনতে হবে।
নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক আরো বলেন, ধর্ষণের ঘটনা কমাতে ইসলামী শরীয়া আইন চালুর কোন বিকল্প নাই। বর্তমান বিদ্যমান আইন ধর্ষণ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এদেশ ধর্ষণকারীর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই রাষ্ট্র ধর্ম ইসলামের এই দেশে অনতিবিলম্বে শরীয়া আইন চালু করতে হব। অন্যথায় ধর্ষণকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। সূত্র: (সংবাদ বিজ্ঞপ্তি)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT