1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সরকারের ধান্যক্রয়, বিদ্রোহী প্রার্থী বহিষ্কার ও ইউনিয়ন বিএনপির সম্মেলন - মুক্তকথা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

সরকারের ধান্যক্রয়, বিদ্রোহী প্রার্থী বহিষ্কার ও ইউনিয়ন বিএনপির সম্মেলন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫০২ পড়া হয়েছে

সরকারি গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারবেন কৃষক

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি॥ কুলাউড়ায় চলতি আমন মৌসুমে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করবে সরকার। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুলাউড়া সরকারি গুদামে সরাসরি এসে ধান বিক্রয় করতে পারবেন কৃষকরা।
কুলাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিণয় কুমার দেব জানান, গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া আমন ধান সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি-২০২১ইং পর্যন্ত। বিগত দিনে লটারীর মাধ্যমে নির্দিষ্ট কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হতো। কিন্তু এবার লটারীর কোন আয়োজন না করে উন্মুক্ত করে দেয়া হয়েছে। কুলাউড়া কৃষি অফিসের তালিকাভূক্ত প্রত্যেক কৃষক নি¤œতম ১টন থেকে সর্বচ্ছো ২টন পর্যন্ত ধান সরাসরি এসে সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধান ২৬ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

কুলাউড়ায় বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন বহিষ্কার!

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সিএম জয়নাল আবেদিনের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আহমদ খাঁন সুইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিনজনকে সাময়ীক বহিস্কার করা হয়। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু এবং সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭.(১১) উপধারাটি ভঙ্গ করে দলীয় মনোনিত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে প্রতিদ্বন্ধিতা করায় চরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (৫-নং) খোরশেদ আহমদ খাঁন সুইটকে স্বীয় পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে প্রেরণ করা হলো। এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদশা মিয়া, পারভেজ আহমদ এবং ৩ নং ওয়ার্ড সভাপতি মুহিব আলী রাজাকে স্বীয় পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবেনা তা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগের নিকট কারন দর্শাতে বলা হয়েছে।

ইউনিয়ন বিএনপির সম্মেলন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥ উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন গত শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় আদমপুর ভিতর বাজারে অনুষ্ঠিত হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।
কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও আদমপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানা’র স ালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুল আহাদ, মুজিবুর রহমান মুকুল, আলম পারভেজ সোহেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবু আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির, আব্দুল হান্নান, রশিদ মিয়া, বেলাল আহমদ, যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল, ছাত্রদল নেতা মাসুম সিয়াম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিতে মছদ্দর আলীকে সভাপতি ও আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক, আবুল কাহের অশ্রুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT