Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/mahfuz/J64A6Q2P/htdocs/muktokotha.com/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146 বাজারে প্রথম টিকা নিয়ে আসলো জার্মানীর ফাইযার ঔষধ কোম্পানীবাজারে প্রথম টিকা নিয়ে আসলো জার্মানীর ফাইযার ঔষধ কোম্পানী – মুক্তকথা
বাজারে প্রথম টিকা নিয়ে আসলো জার্মানীর ফাইযার ঔষধ কোম্পানী
রিপোর্টারের নাম
প্রকাশকাল :
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
৪৪
পড়া হয়েছে
মুক্তকথা সংবাদকক্ষ॥ ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্যের ‘দি মেডিসিন এণ্ড হেল্থকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সী’। বিশ্বে যুক্তরাজ্যই প্রথম দেশ, যারা ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিল। ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার এ টিকা’র প্রথম চালান আজ ৩ডিসেম্বর যুক্তরাজ্যে এসে পৌঁছাবার কথা বলেছেন মেট হেনকক। গতকাল বুধবার বিবিসিসহ বৃটেনের প্রায় সকল সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা ‘দি মেডিসিন এণ্ড হেল্থকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সী’ বলেছে, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নিরাপদ। তবে যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ আগামী সপ্তাহে শুরু হবে। ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। শতভাগ নয়!
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মুক্তকথা সংবাদকক্ষ।। ২৭ বছর বয়সের রাফায়েল স্যামুয়েল তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। তার হাস্যকর অভিযোগ – তার অনুমতি না নিয়ে বাবা-মা তার জন্ম দিলেন কেন? (বাকী অংশ দেখুন)