1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঘর থেকে বের না হওয়ার জরুরী ঘোষণায় চলছে সারা বৃটেন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

ঘর থেকে বের না হওয়ার জরুরী ঘোষণায় চলছে সারা বৃটেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৬৪ পড়া হয়েছে

করোণাক্রান্তের সংখ্যা বেড়েছে, হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না

মুক্তকথা সংবাদকক্ষ॥ সারা বৃটেনে তথা ইংল্যাণ্ড, ‌ওয়েলস, উত্তর আয়ারল্যাণ্ড ‌ও স্কটল্যাণ্ডে আবারো চলছে ‘লকডাউন’। আসন্ন মধ্য ফেব্রুয়ারীতে গিয়ে পর্যালোচনা করা হবে এবং সর্বশেষ অবস্থার আলোকে ব্যবস্থা নেয়া হবে। চলমান এ বন্ধে খুবই জীবনঘনিষ্ট ‌ও জরুরী কাজ ছাড়া কেউ ঘর থেকে বের না হতে এই নিষধাজ্ঞা সরকারের। এ দফা নিয়ে এ পর্যন্ত ৩বার এমন ঘরথেকে বের না হ‌ওয়ার নির্দেশ জারি করলেন সরকার।
সরকার প্রধান বরিস জনসন নিজেই বলেছেন যে, লকডাউনের এমন সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোন বিকল্প নেই। হাসপাতালে রোগীর সংখ্যা আগের চেয়ে ৪০% ভাগ বেশী। গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে নিশ্চিতভাবে করোণাক্রান্তের সখ্যা ৬২হাজার। দৈনিক মৃতের সংখ্যা এক হাজারের উপর। কেবলমাত্র জরুরী কর্মসেবায় নিয়োজিত কর্মীজনগোষ্ঠীর বাচ্চাদের স্কুল আপাততঃ চলবে। তবে সকল নিষধাজ্ঞা ও কোভিড নিয়মকানুন মেনে।
আগামী গ্রীষ্মছুটির আগে বাচ্চারা স্কুলে ফিরে আসবে তবে এ বিষয়ে তিনি আগাম কিছু নিশ্চিত হয়ে বলতে যাবেন না। আসন্ন মধ্য ফেব্রুয়ারীর মধ্যে দেশের বিভিন্ন পর্যায়ের ১৩মিলিয়ন মানুষকে টীকা দিতে সরকার সক্ষম বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত মঙ্গলবার সরকার প্রধান বরিস জনসন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT