Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/mahfuz/J64A6Q2P/htdocs/muktokotha.com/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146 এবার জাসদ পেলো ১জন মেয়রএবার জাসদ পেলো ১জন মেয়র – মুক্তকথা
মুক্তকথা সংবাদকক্ষ॥ নৌকা প্রার্থীকে হারিয়ে জাসদ মশালের প্রার্থী বিজয়ী হয়েছেন কুষ্টিয়ায়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী আনোয়ারুল কবির টুটুল কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । শনিবার, ১৬ জানুয়ারি রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সোহেল মারুফ নির্বাচনি ফলাফল নিশ্চিত করেন।
জাসদ প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল মার্কা প্রতীকে ৮ হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা নৌকা মার্কা প্রতীকে পেয়েছন ৫ হাজার ৬১৩ ভোট। ভেড়ামারা পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সরকারী সূত্রের উল্লেখ করে বিভিন্ন সংবাদ ও গণমাধ্যম লিখেছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মুক্তকথা সংবাদকক্ষ।। ২৭ বছর বয়সের রাফায়েল স্যামুয়েল তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। তার হাস্যকর অভিযোগ – তার অনুমতি না নিয়ে বাবা-মা তার জন্ম দিলেন কেন? (বাকী অংশ দেখুন)