1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পৌরসভা নির্বাচন, মৌলভীবাজার - মুক্তকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

পৌরসভা নির্বাচন, মৌলভীবাজার

মামুনূর রশীদ মহসিন॥
  • প্রকাশকাল : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৭ পড়া হয়েছে

নির্বাচিত মেয়র ফজলুর রহমান।

কোন ধরণের বিভ্রাট না ঘটিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে, গত শনিবার, ৩০ জানুয়ারি সম্পন্ন হয়ে গেলো মৌলভীবাজার পৌরসভার ভোট। এবারের ভোটে এই প্রথম, মাসুদ আহমদ বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন। বাদবাকী ৮টি ওয়ার্ডেই খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। ৯ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কাউন্সিলর মাসুদ আহমদ বিগত পরিষদেও নির্বাচিত হয়ে এসেছিলেন। মাসুদ আহমদ তার নিজের এলাকায় খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।
চেয়ারমেনসহ মোট নির্বাচিত কমিশনার হলেন সর্বমোট ১৩জন।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নির্বাচনের আগের দিন মারামারির কারণে বিএনপি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয়। ফলে, এককভাবে আওয়ামীলীগের প্রার্থী ছাড়া নির্বাচনে অন্য কোন সংগঠন বা প্রার্থী ছিল না।
মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ৬জনের মধ্যে ৩জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে জাহানারা বেগম সকলের চেয়ে বেশী ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন মোট ৩,০৫৫ভোট। বিএনপি মনোনীত তিনিই একমাত্র প্রার্থী হিসেবে পৌর সংসদে থাকবেন। লক্ষ্য করার বিষয়, সংরক্ষিত আসনের ৩জন মহিলার মধ্যে জিম্মি আক্তার নামে একজন স্বতন্ত্র কমিশনারও রয়েছেন।
নির্বাচিত কমিশনারদের মধ্যে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন শহরের ১নং ওয়ার্ডের পার্থ সারথী পাল। তিনি পেয়েছেন ১৬৬৪ ভোট।
কোন প্রতিদ্বন্ধী বা বিরোধী পক্ষ ছাড়াই নির্বাচন হয়েছে। বলাযায় বিরোধী পক্ষ না থাকায় নির্বাচন হয়েছে খুবই শান্তিপূর্ণ। কোনভাবেই কোন জাল-জালিয়াতির প্রয়োজনই হয়নি। সাধারণ মানুষও কোন নেতিবাচক কর্মে যাওয়ার প্রয়োজন অনুভব করেনি।
সবকিছু মিলিয়ে, মৌলভীবাজার পৌর নির্বাচন ছিল শান্তিপূর্ণ নির্বাচন। সাধারণ মানুষ এক সুন্দর শান্তিময় ভবিষ্যতের আশা রাখে।

১-২-৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন নাজমা বেগম। আঃ লীগ ৪-৫-৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম। বিএনপি ৭-৮-৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন জিম্মি আক্তার। স্বতন্ত্র
বিজয়ী কমিশনার পার্থ সারথী পাল। আঃলীগ বিজয়ী কমিশনার আসাদ হোসেন মক্কু। আঃ লীগ বিজয়ী কমিশনার নাহিদ হোসেন। আঃলীগ
বিজয়ী কমিশনার সালেহ আহমদ। আঃলীগ বিজয়ী কমিশনার সৈয়দ সেলিম হক। আঃলীগ বিজয়ী কমিশনার জালাল আহমদ।বিএনপি
বিজয়ী কমিশনার আনিসুজ্জামান (বায়েস) বিএনপি বিজয়ী কমিশনার ফয়সল আহমদ। আঃলীগ বিজয়ী কমিশনার মোহাম্মদ মাসুদ। বিএনপি
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT