Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/mahfuz/J64A6Q2P/htdocs/muktokotha.com/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146 জীবনের অপারে পাড়ি জমালেন শামসুজ্জামান শিবলুজীবনের অপারে পাড়ি জমালেন শামসুজ্জামান শিবলু – মুক্তকথা
শামসুজ্জামান শিবলু। মৌলভীবাজার সদরের ৮নং কনকপুর ইউনিয়নের মুন্সিবাড়ীর সদাহাসির মৃণ্ময় মানুষ। জীবনের গোধূলী লগ্নে এসে সবেমাত্র ৬২তে পা দিয়েছিলেন। চলে গেলেন জীবনের অপারে খুবই অসময়ে(ইন্না…রাজেউন)। গত ২৮ জানুয়ারী, বৃহস্পতিবার, ভোর রাত ১২.২৮মিনিটে লণ্ডনের ক্যামব্রীজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোণা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ৩ভাইসহ বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। কোমল স্বভাবের সদা হাসির এ মানুষটি ছিলেন নিতান্তই নিরীহধর্মী বন্ধুসজ্জ্বন। সতত হাসির রেখা ফুটে থাকতো সারা মুখ জুড়ে।
শামসুজ্জামান শিবলু ১৯৮০সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এম.এ. পাশ করে আমেরিকা চলে যান। সেখানে একাধারে ১৮বছর থেকে লিখা-পড়া ও চাকুরীর পরে লণ্ডনে চলে আসেন স্থায়ীভাবে। সেই থেকে তিনি লণ্ডনেই বসবাস করছিলেন। মুক্তমনের সদাহাসির শামসুজ্জামানের বড়ভাই প্রথম শ্রেণীর চুক্তিকারক প্রয়াত খসরুজ্জামান ছিলেন ঢাকা গুলশানের বাসীন্দা একজন সচেতন মনের ধর্মপ্রাণ খাঁটী সমাজসেবক।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মুক্তকথা সংবাদকক্ষ।। ২৭ বছর বয়সের রাফায়েল স্যামুয়েল তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। তার হাস্যকর অভিযোগ – তার অনুমতি না নিয়ে বাবা-মা তার জন্ম দিলেন কেন? (বাকী অংশ দেখুন)