Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/mahfuz/J64A6Q2P/htdocs/muktokotha.com/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146 মৌলভীবাজারের চা বাগান থেকে আহত চিত্রা হরিণ উদ্ধারমৌলভীবাজারের চা বাগান থেকে আহত চিত্রা হরিণ উদ্ধার – মুক্তকথা
শ্রীমঙ্গলের একটি চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ। মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণের পেটের নিচের দিকে ক্ষতের চিহ্ন রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটিকে কোন প্রাণী আক্রমন করেছে। হরিণকে বন্যশুকর বা শিয়াল আক্রমণ করতে পারে বলে ধারণা করছি। তবে তিন চারদিন পূর্বে আক্রমণের শিকার হয়েছে হরিণটি।
মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্ধার করে নিয়ে আসেন।
আহত হরিণটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে বলে জানান ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মুক্তকথা সংবাদকক্ষ।। ২৭ বছর বয়সের রাফায়েল স্যামুয়েল তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। তার হাস্যকর অভিযোগ – তার অনুমতি না নিয়ে বাবা-মা তার জন্ম দিলেন কেন? (বাকী অংশ দেখুন)