Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/mahfuz/J64A6Q2P/htdocs/muktokotha.com/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146 ইয়াবাসহ আসামী গ্রেফতারইয়াবাসহ আসামী গ্রেফতার – মুক্তকথা
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সরাসরি উদ্যোগে মাদকদ্রব্য উদ্ধারের জন্য মৌলভীবাজার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায় পৌরহিত্য করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ।
পুলিশ গত ২ ফেব্রুয়ারী ২০২১(মঙ্গলবার) মাদকদ্রব্য উদ্ধারের উক্ত বিশেষ অভিযানটি চালান। ঐদিন রাত প্রায় ৯.০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সিন্দুরখান রোডের কাছে রামনগর জোড়াপুল হাবিব ভেরাইটিজ স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে ১ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত উক্ত আসামী সেলিম মিয়ার ছেলে মোঃ আরমান মিয়া(২০) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিন মুসলিমবাগ এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছে ৫৮(আটান্ন) টুকরা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মুক্তকথা সংবাদকক্ষ।। ২৭ বছর বয়সের রাফায়েল স্যামুয়েল তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। তার হাস্যকর অভিযোগ – তার অনুমতি না নিয়ে বাবা-মা তার জন্ম দিলেন কেন? (বাকী অংশ দেখুন)