Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/mahfuz/J64A6Q2P/htdocs/muktokotha.com/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146 শেষ নিঃশ্বাসত্যাগ করে অজানায় চলে গেলেন অধ্যক্ষ ফজলুল হকশেষ নিঃশ্বাসত্যাগ করে অজানায় চলে গেলেন অধ্যক্ষ ফজলুল হক – মুক্তকথা
শেষ নিঃশ্বাসত্যাগ করে অজানায় চলে গেলেন অধ্যক্ষ ফজলুল হক
মামুনূর রশীদ মহসিন॥
প্রকাশকাল :
রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
৭০
পড়া হয়েছে
পরপারে চলে গেলেন জেলার প্রবীণ বুদ্ধিজীবী মৌলভীবাজার সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক। তিনি মৌলভীবাজার সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। গত শুক্রবার ৫ ফেব্রুয়ারী রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহ…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য কেনসারে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
৬ ফেব্রুয়ারী শনিবার বেলা ২ ঘটিকার সময় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজার সংলগ্ন ঈদগাহে তার ১ম জানাজার নামাজ অনুষ্টিত হয়। পরে তার নিজ বাড়ি রাজনগর শহরের পাঠানটুলা শহরতলীতে বিকাল ৫ ঘটিকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার প্রাক্তন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ কে জিল্লুল হক মরহুম অধ্যক্ষ ফজলুল হকের ছোট ভাই।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মুক্তকথা সংবাদকক্ষ।। ২৭ বছর বয়সের রাফায়েল স্যামুয়েল তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। তার হাস্যকর অভিযোগ – তার অনুমতি না নিয়ে বাবা-মা তার জন্ম দিলেন কেন? (বাকী অংশ দেখুন)