1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিজেদের মঙ্গলের জন্যই কোভিড টিকার কোর্স সম্পন্ন করার অনুরোধ পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের - মুক্তকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

নিজেদের মঙ্গলের জন্যই কোভিড টিকার কোর্স সম্পন্ন করার অনুরোধ পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৬১৩ পড়া হয়েছে

ঢাকা, (৮এপ্রিল) বৃহস্পতিবার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন নিজেদের মঙ্গলের জন্য সকলকেই কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনের সর্বোপরি সমাজের সকলের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার(৮ এপ্রিল) বেলা ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণ করার পরে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। তিনি বলেন, এ টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার সময় টেরও পাওয়া যায়নি। তাই অযথা গুজবে বিভ্রান্ত না হয়ে টিকা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণের সাথে একই হাসপাতালে কোভিড টিকার ১ম ডোজ গ্রহণ করেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT