1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনা ভাইরাসের চেয়ে নিম্ন আয়ের মানুষের বেশী ভয় লকডাউন নিয়ে - মুক্তকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

করোনা ভাইরাসের চেয়ে নিম্ন আয়ের মানুষের বেশী ভয় লকডাউন নিয়ে

জুড়ি প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৮৮৯ পড়া হয়েছে

দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউন আরো বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। অন্য দিকে লকডাউনে শ্রমজীবী মানুষের রুজি-রোজগার একেবারে নেই বললেই চলে। জীবন-জীবিকা নিয়ে তাই চিন্তায় পড়েছেন নিম্নআয়ের এসবমানুষজন। তারা বলছেন, নিম্ন আয়ের মানুষ করোনাকে ভয় পায় না, ভয় পায় লকডাউনকে। দেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার বাড়ছে আশঙ্কাজনক হারে। করোনার সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন। এ লকডাউনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চরম সংকটে পড়েছে শ্রমিক, রিকশা চালকসহ নিম্নআয়ের মানুষ জন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে ঘরে থাকার জন্য। কিন্তু নিম্নআয়ের মানুষজনের খাবারের সন্ধানে ঘর থেকে বের হওয়া ছাড়া কোন উপায়। আর যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারাও দিন শেষে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কারণ স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় তাদের আয়-রোজগার একেবারেই নেই বললেই চলে। আয় না থাকায় এসব নিম্নআয়ের পরিবারগুলো পড়েছেন চরম খাবার সঙ্কটে।
ঘুম থেকে উঠে, সকালে ঘর থেকে বের হয়ে, সারাদিন প্রচুর পরিশ্রমের পর দিন শেষে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যদের চাহিদা মেটানোই হলো নিম্নআয়ের পরিবারের কর্তার প্রধান কাজ। রাতে ঘুমানো, পরের দিন আবার কাজে যাওয়া এই দুঃশ্চিন্তাময় অসহনীয় দায়ীত্বের তাগিদ তাদের নিত্যদিনের। কঠিন এই জীবনচক্রের মধ্যে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা দেশে নিহাত কম নয় বলেই জানা যায় তবে জুড়ি উপজেলায় এদের সংখ্যা অগুণতি। এদের নেই কোনো সঞ্চয় বরং আছে ঋণের বোঝা। করোনার লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার খেটে খাওয়া মানুষজন। লকডাউনের এ কয়েকদিন যাবত কর্মহীন জীবন পাড় করছেন এসব নিম্নআয়ের মানুষ। তাদের দুঃস্বপ্নের রাত কবে শেষ হবে এমন জিজ্ঞাসাই উঠে এসেছে স্থানীয় কিছু রিক্সা চালকের কাছ থেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT