1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বেলজিয়ামে তিন দিনের শোক পালন - মুক্তকথা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

বেলজিয়ামে তিন দিনের শোক পালন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ১০৬৫ পড়া হয়েছে


• বিমান বন্দরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং নিহত আহতদের স্মরণে বেলজিয়াম ৩দিনের শোক পালন শুরু করেছে। আজ দিনের মধ্যভাগে শোক দিবসের প্রারম্ভে ১মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে শোক পালনের শুরু হয়।
• খালিদ এবং ব্রাহিম এল বক্রাউই নামের দুই ভাইকে আক্রমণকারী হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে।
• বিমান বন্দরের গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমন অপর একজনকে পুলিশ এখন‌ও খ‌ুঁজছে্।
• বিমান বন্দরের বিস্ফোরণে এ পর্যন্ত ১১ জন এবং মায়েলবিক মেট্রোষ্টেশনের বিস্ফোরণে ২০জনের প্রানহানী হয়েছে।শতাধিক গুরুতর আহত হয়েছেন।
• তথাকথিত আইএস ইসলামী জঙ্গীগোষ্ঠী এই হামলার দায় নিয়েছে। -খবর বিবিসি‌’র।

  • বেলজিয়ামের এই শোকের ক্ষনে, একাত্মতা জানানো এবং আহত নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষে বৃটেন বহুমুখী কর্মসূচী নিয়েছে যা আজ সন্ধ্যায় শুরু হবে।
    ➢ বেলজিয়ামের দু্’টি পতাকা জাতীয় গ্যালারীতে প্রদর্শিত হবে।
    ➢ ট্রাফালগার স্কোয়ারের পানির ফোয়ারা বেলজিয়ামের দ্বিরঙ্গা পতাকার রং রঙ্গিন পানি প্রবাহের মধ্য দিয়ে দেখানো হবে।
    ➢ লন্ডন আই, টাওয়ার ব্রীজ এবং জাতীয় থিয়েটার বেলজিয়ামের জাতীয় পতাকার রং প্রদর্শন করবে।
    ➢ ২৫মিটারের সিল্ক কাপড়ের বেলজিয়াম পতাকা ট্রাফালগার স্কোয়ারের প্রধান সিঁড়িতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা অবদি রাখা হবে।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT