1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভাবগম্ভীর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত - মুক্তকথা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

ভাবগম্ভীর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি ও বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৩৯ পড়া হয়েছে

মৌলভীবাজার ও
 কমলগঞ্জে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্টান

নানান আয়োজনে ও যথাযথ মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
“শেখ রাসেল দীপ্ত জয়োউল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় সোমবার(১৮অক্টোবর) দুপুর ১২টায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুলের হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার, শিশুদের মাঝে রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছাড়াও উপজেলা কৃষি অফিসের সহযোগিতা হাই স্কুলগুলোতে ৫০টি তাল গাছের চারা বিতরণ করা হয়। এসময় কৃষি অফিসের সহযোগীতায় উপজেলা কমপ্লেক্সের পুকুর পাড়ে তাল গাছের চারা রুপন করা হয়।
এসময় শেখ রাসেলের জীবনী ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা মৎস্য কর্মকর্তা হেদায়ৎ উল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বি,আর.ডি,বির সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ৫নং সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতলিব তরফদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের ইমাম মাওলানা শেখ মো. এনাম উদ্দিন।

মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা প্রমুখ।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসীম উদ্দীন মাসুদ।

অনুষ্ঠানে শেখ রাসেল প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলার তিনটি শেখ রাসেল ল্যাবকে শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ করা হয়।

দিনের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও জেলার ৭টি উপজেলায় নানা আয়োজনে যথাযোগ্যে মর্যাদায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন সংগঠনের আযোজনে দিবসটি পালিত হচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT