1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে বহুপক্ষীয় অংশীদারদের সভা - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে বহুপক্ষীয় অংশীদারদের সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯১ পড়া হয়েছে


‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে বহুপক্ষীয় অংশীদারদের এক সভা হয়ে গেলো গত বুধবার। সভায় কিছু বর্ণমালা নীতিকথা বই বিতরণ করা হয়।
গত বুধবার(২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিস ও সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গল-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে সনাকের কর্ম প্রতিষ্ঠান বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা ও অগ্রগতি আলোচনা সহ, শিক্ষকদের হোম ভিজিট সংক্রান্ত, এসএমসি’র কার্যকারিতা বৃদ্ধি(সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, দায়-দায়িত্ব বিষয়ক), বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ সম্পর্কিত, বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ত ভরাট সংক্রান্ত, লিঙ্গ বান্ধব / লিঙ্গ সম্পর্কিত বিষয়, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত এবং উপজেলা নির্বাহী অফিসারের একান্ত প্রচেষ্টায় সংগৃহীত বর্ণমালায় নীতিকথা বই শিক্ষা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও বিতরণ এবং বিতরণ পরবর্তী বিষয়ে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এবং টিআইবি এরিয়া কোঅডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক, সভাপতি ও সাবেক সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, সনাক সদস্য উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব, সাংবাদিক কলামিষ্ট ও আরপি নিউজের সস্পাদক সৈয়দ আমিরুজ্জামান, স্বজন আহবায়ক মো: দিলোয়ার হোসেন মামুন ও নিতেশ সুত্রধর প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো:জহিরুল ইসলাম ভুইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার, সনাক সদস্য রহিমা বেগম, শাহ আরিফ আলী নাচিম, স্বজন নবনির্বাচিত আহবায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, উত্তর বরুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, কবি ও সংবাদিক জাভেদ ভুঁইয়া, ‘লাইফস গুড মডেল স্কুলে’র প্রধান শিক্ষক কাজী আছমা আক্তার প্রমুখসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক সহ সাংবাদিক, সনাক, স্বজন ও ইয়েস সদস্যগন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT