1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনারের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন - মুক্তকথা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনারের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন

বদরুল মনসুর
  • প্রকাশকাল : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৯ পড়া হয়েছে

বৃটেনের বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন করলেন।

বৃটেনের বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি স্বর্ণালী চন্দ, গত রোববার বেলা ২ ঘটিকায় বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন করেছেন। এ-ই সময় ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির চেয়ারম্যান ও ফাউন্ডার্স ট্রাষ্টি এম আনোয়ার আলী, কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট কমিটির সেক্রেটারি ফাউন্ডার্স ট্রাষ্টি, মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান এম আক্তারুজ্জামান কুরেশি নিপু, ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে ফুলেল স্রদ্ধা জানানোর পর বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি স্বর্ণালী চন্দ, বলেন বৃটেনের কাডিফের শহীদ মিনার, আমাদের অহংকার, গৌরব ও ঐতিহ্যের প্রতীক, বৃটেনের ওয়েলসের মাটিতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা প্রথম শহীদ মিনার প্রতিষ্টায় যারা অক্লান্ত পরিস্রম করেছেন ফাউন্ডার ট্রাষ্ট কমিটি সহ সকল অবদানকারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে
বলেন অনেক ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে একটি জাতি তার কাংক্ষিত লক্ষ্যে পৌছতে পারে- বাঙালির স্বাধীনতার ইতিহাস ও অমর একুশ তার উজ্জ্বল দৃষ্টান্ত।’ এখানকার নতুন নব প্রজন্মের সন্তানদের সামনে ও বৃটিশ এবং ওয়েলস নাগরিকবৃন্দকে আমাদের ভাষা., কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়নের ও সম্ভাবনাময় বিনিয়োগের চিত্র তুলে ধরার জন্য তিনি কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানান।

এদিকে বৃটেনের বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বর্ণালী চন্দ, কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার ও পরিদর্শনে আসলে ,কার্ডিফ শাহজালাল মসজিদ ও বাংলা স্কুল কমিটির নেতৃবৃন্দ সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন।।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT