1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৫ম ধাপে ইউপি নির্বাচন : ৪টি আওয়ামীলীগ, ২টি বিদ্রোহী ও ৩টিতে স্বতন্ত্র নির্বাচিত - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

৫ম ধাপে ইউপি নির্বাচন : ৪টি আওয়ামীলীগ, ২টি বিদ্রোহী ও ৩টিতে স্বতন্ত্র নির্বাচিত

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৭১৫ পড়া হয়েছে
কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি, ৫ জানুয়ারী ২০২২ খৃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৗলভীবাজারের কমলগঞ্জে ৯টি ইউনিয়নের বেসরকারি ফলাফল বুধবার রাত ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে ঘোষনা করা হয়। ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টি আওয়ামীলীগ, ২টি বিদ্রোহী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফলে যারা চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন-তারা হলেন-১নং রহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ২নং পতনউষার ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী (আনারস) অলি আহমদ খান, ৩নং মুন্সীবাজার ইউনিয়নে স্বতস্ত্র (বিএনপি) প্রার্থী (অনারস) নাহিদ আহমদ তরফদার, ৪নং শমসেরনগর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতস্ত্র প্রার্থী (ঘোড়া) বর্তমান চেয়ারম্যান জুয়েল আহমদ, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, ৬নং আলীনগর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) নিয়াজ মুর্শেদ রাজু, ৭নং আদমপুর ইউনিয়নে স্বতস্ত্র (বিএনপি) প্রার্থী (ঘোড়া) বর্তমান চেয়ারম্যান মো. আবদাল হোসেন, ৮নং মাধবপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী (নৌকা) মো. আসিদ আলী ও ৯নং ইসলামপুর ইউনিয়নে আওয়ামী ীগের প্রার্থী (নৌকা) মো. সুলেমান মিয়া।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৩ জনের মাঝে আওয়ামী লীগের ৯জন, বিদ্রোহী ৫জন, বিএনপি সমর্থিত ১১জন, স্বতন্ত্র ৭জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১জন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ১ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এর আগে বিচ্ছিন্ন দু’একটা ঘটনা ছাড়া বুধবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে। উপজেলার ৭টি ইউপিতে কোনো রকম সহিংসতার ঘটনা না ঘটলেও পতনঊষার, শমশেরনগর ও আদমপুর ইউনিয়নে ফলাফল প্রকাশের সময় উত্তেজনা সৃষ্টি হলে ১ঘন্টা কেন্দ্র ঘেরাও করে রাখে প্রশাসন।

এদিকে বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননার সময় নৌকা ও আনারস মার্কার সমর্থকদের মাঝে কেন্দ্রের বাহিরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ৯টি ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটারেরা উৎসবমুখর পরিবেশে সবকয়টি কেন্দ্রে ভোট দিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT