চায়ের রপ্তানি বৃদ্ধি লক্ষ্যে মান উন্নয়নে চা বাগানের বাবুদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় চা উৎপাদনের সাথে সরাসরি জড়িত মাঠ পর্যায়ে কর্মরত ৫০ জন টিলা বাবুকে প্রশিক্ষন দেয়া হয়।
দক্ষতা বৃদ্ধির জন্য হাতেকলমে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারস্থ দেওরাছড়া চা বাগানে “টিপিং, প্লাকিং ও পোকা-মাকড় দমন” বিষয়ক দিনব্যাপি এই কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ, কে, এম, রফিকুল হক।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২১ সালে দেশের ইতিহাসের সর্বোচ্চ ৯৬.৫১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে চায়ের রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে।
মূলবক্তা হিসেবে ড. এ, কে, এম, রফিকুল হক বলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি চায়ের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির উপর অত্যন্গ জোড় দিয়েছেন। রপ্তানি বৃদ্ধি জন্য যেহেতু গুণগতমানের চা উৎপাদনের কোন বিকল্প নেই। তাই, চা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় উন্নত মানের চা উৎপাদনের লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এর মাধ্যমে চা উৎপাদনের সাথে সরাসরি জড়িত ব্যক্তিবর্গের দক্ষতা উন্নয়ন করা হচ্ছে।
পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ-এর সঞ্চালনায় পরিচালিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কৃষিতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা এবং কিটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম। দেওরাছড়া চা বাগানের ব্যবস্থাপক মোস্তফা জামানের সার্বিক সহযোগিতায় উক্ত কর্মশালায় দেওরাছড়া, প্রেমনগর, হামিদিয়া, মাজদিহি, ভাড়াউড়া, জেরিন, ফুলবাড়ী, নূরজাহান, মির্জাপুর, মিরতিঙ্গা ও মৌলভী চা বাগানের মোট ৫০ জন টিলা বাবু অংশগ্রহণ করেন।
Do nothing and earn up to $2,929,680!Just join the VIP and earn money without work!660,000 HD sexy photos download by package!URL:https://baby.much.pw/
Hope for world peace