1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিক্ষক হত্যা ও নির্যাতনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ - মুক্তকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

শিক্ষক হত্যা ও নির্যাতনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৪৭৩ পড়া হয়েছে

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে

মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার ও শিক্ষাবিদ প্রফেসর ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচীশিল্পীগোষ্ঠী।
শনিবার(২ জুলাই) দুপুরে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিজু
র সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা কমিটির আহবায়ক মইনুর রহমান মগনু, কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জাসদ জেলা কমিটির সভাপতি ও নাট্যকার আ.স.ম সালহে সোহেল, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দীক ইমন, ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ফাহমি।
বক্তারা বলেন, দেশে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার ধর্মের অজুহাতে নির্যাতনের শিকার হচ্ছেন শিক্ষক, লেখকসহ ভিন্ন ধর্মাবলম্বী মানুষ। পূর্বের সকল ঘটনার সুষ্ঠ তদন্ত এবং বিচারকার্য সম্পাদন হলে এসব ঘটনার পূণরাবৃত্তি হতোনা। ধর্ম অবমাননার নামে ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা এবং ড. রতন সিদ্দিকী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি মীর ইউসুফ আলী, জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাশ ও সংস্কৃতি কর্মী নির্বেন্দু নির্দূত তপু।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT