1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাত্র ইউনিয়নের নবগঠিত জেলা কমিটির সাথে সাবেকদের শুভেচ্ছা বিনিময় - মুক্তকথা
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়নের নবগঠিত জেলা কমিটির সাথে সাবেকদের শুভেচ্ছা বিনিময়

বার্তা প্রেরক আরিফুল হক জনি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৪৫ পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজারে বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী প্রবাসী সহযোদ্ধা ও সাবেকদের সাথে নবগঠিত জেলা কমিটির শুভেচ্ছা বিনিময় হয়েছে। এসময় সাবেকরা স্মৃতিচারণ করেন এবং লড়াই সংগ্রামে আপোষহীন আদর্শের পতাকা এগিয়ে নিতে সংগঠনের নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করেন।

রবিবার(২২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০ এর দশকের ছাত্রনেতা কানাডা প্রবাসী পিনাকী ভট্টাচার্য ও কাতার প্রবাসী সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আবিদুর রহমান ফারুক এবং ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী ৯০এর দশকের ছাত্রনেতা মনজুরুল ইসলাম সুমন।

ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামায়েল রহমান এর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল ক্বাফি রতন, সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি ও উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চা-শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এসএম শুভ, সাবেক ছাত্রনেতা জহর লাল দত্ত, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আনোয়ার আল মাহমুদ রুহী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি আহমদ আফরোজ, জেলা সংসদের সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, জেলা সংসদের সাবেক সহ-সভাপতি রনি পাল, জেলা সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য পিনাক দেব।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT