1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খেলাঘর সম্মেলন, মণিপুরিদের গুরুকীর্তণ ও প্রবাসী আব্দুল মালিকের সম্বর্ধনা - মুক্তকথা
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

খেলাঘর সম্মেলন, মণিপুরিদের গুরুকীর্তণ ও প্রবাসী আব্দুল মালিকের সম্বর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৪ পড়া হয়েছে

কমলগঞ্জে ধলাই খেলাঘর আসরের ত্রি-বার্ষিক সম্মেলন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি

‘নির্যাতন নিপীড়ন করবো শেষ-শিশুর হাসিতে ভরবো দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই খেলাঘর আসরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ধলাই খেলাঘর আসরের সভাপতি শাহাদাৎ হোসাইন।

কমলগঞ্জ ধলাই খেলাঘর আসরের আহবায়ক প্রভাষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক মোঃ নাহিদুল ইসলাম। নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী, সাংবাদিক মোঃ মোনায়েম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ধলাই খেলাঘর আসরের সদস্য মৌসুমী জাহান।
প্রথম অধিবেশন শেষে মৌসুমী জাহান মিকির উপস্থাপনায় শিশু কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, নৃত্য অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ২য় অধিবেশনে প্রভাষক রাবেয়া খাতুনকে সভাপতি ও পদ্ম কুমার চন্দকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ ধলাই খেলাঘর আসরের কমিটি ঘোষনা করা হয়।

কমলগঞ্জে মণিপুরিদের ৩০তম গুরুকীর্তন সম্পন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন ইউনিয়নের ১৪টি মণিপুরি গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে পূজা-অর্চনা, ধর্মীয় সংকীর্তন, মৃদঙ্গ বাদন, প্রভূবন্দনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে ৩০তম মণিপুরি গুরু কীর্তন-২০২৩ শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে গত শুক্রবার সকাল থেকে শুরু হাওয়া এ গুরুকীর্তন রাত পর্যন্ত চলবে। ধর্মীয় সংগঠন ভানুগাছ লেইপাক ফালুর আয়োজনে আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে মণিপুরিদের বৃহৎ এ ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভানুগাছ লেইপাক ফালুর তৎকালীন অধিপতি স্বর্গীয় কৃর্তিজিৎ রাজকুমার ১৯৯৩ইং সালে প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাভক্তি নিবেদন ও তাদের আত্মার মঙ্গলের উদ্দেশ্যে এ সংকীর্তন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরের মাঘ ত্রয়োদশী তিথিতে পালাক্রমে ১৪টি গ্রামে মণিপুরি গুরুকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে হাজারো ভক্তের আগমন ঘটে।

প্রবাসী আব্দুল মালিককে সম্বর্ধনা

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য বৃটেন প্রবাসী মোঃ আব্দুল মালিক-কে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সংবর্ধনা প্রদান করেছে। বৃটেন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল মালিক-কে এ সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে শহরের অভিজাত ওয়েস্টার্ন রেষ্টুরেন্ট এর হল রুমে আজ ৪ ফেব্রুয়ারী দুপুরে এক মনোজ্ঞ আলোচনা ও ভোজ সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোঃ সিতার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ও মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।


কালো চশমা চোখে সম্ভর্ধিত অতিথি প্রবাসী আব্দুাল মালিক। ছবি: মুক্তকথা

সংবর্ধিত অতিথি ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাব এর সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেপুল, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটি(বিআইএস) প্রতিষ্ঠাতা চেযারম্যান এম. মুহিবুর রহমান মুহিব।

বক্তব্য রাখেন- ছিলেন- কুলাউড়া শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আয়ুব আলী, সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, কবি আব্দুল হাই ইদ্রিসী, কমলকুড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এমএ চৌধুরী জয়, এ.বি.এলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন(ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, সমাজসেবক ইঞ্জিনিয়ার মনসুর আহমদ মনসুর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, মঈনুল হক, এড. জগদীশ, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, তিমির বনিক, রুপক দত্ত, চিনু রঞ্জন তালকুদার, এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন আক্তার প্রিয়া শাহ মোঃ ফজলুর রহমান, ইমরান আহমদ, রাসেদ আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, আব্দুল মুকিত ইমরাজ, গৌবিন্দ মল্লিক, আলাল আহমদ, আলিম আল-মুনিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT