1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন - মুক্তকথা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৭৭৫ পড়া হয়েছে

এম এ আহমদ আজাদ।। নবীগঞ্জ, বুধবার ১১ই মাঘ ১৪২৩।। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের ২০১৭ ইং সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক সমকাল ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরন দাশকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি এম মুজিবুর রহমান (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না (বাংলা টিভি (ইউকে)/দি বাংলাদেশ টুডে), অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম (দি ইন্ডিপেন্ডেন্ট/শাখা বরাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাণী)। নির্বাহী সদস্যরা হলেন, (পদাধিকার বলে) সাইফুল জাহান চৌধুরী (দৈনিক ইত্তেফাক) ও (পদাধিকার বলে) রাকিল হোসেন (চ্যানেল এস ও দৈনিক সিলেটের ডাক), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), এটিএম সালাম (দৈনিক আলোকিত সময়/হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), উত্তম কুমার পাল হিমেল (দৈনিক উত্তর পূর্ব/দৈনিক খোয়াই), আশাহীদ আলী আশা (দৈনিক স্বদেশ বার্তা), শাহ মনসুর আলী নোমান (দৈনিক খবর পত্র)।

গত শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার ফখরুল আহসান চৌধুরী আনুষ্টানিক ভাবে বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এর পূর্বে নবীগঞ্জ প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসেব পেশ করেন সাধারন সম্পাদক রাকিল হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত হিসাব নিকাশ পাশ করা হয়। এসময় প্রেসক্লাবের অন্যান্যের মধ্যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী বিভিন্ন পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT