1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অজ্ঞ মেধাহীনরা শাসনে ঢুকে পড়ছে? - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

অজ্ঞ মেধাহীনরা শাসনে ঢুকে পড়ছে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০৯১ পড়া হয়েছে

লন্ডন: শুক্রবার, ২০শে মাঘ ১৪২৩।। কনক বর্মন এখন থেকে প্রায় ১৬/১৭ ঘন্টা আগে তার ফেইচবুকে একটি সংক্ষিপ্ত রচনা লিখেছেন। কিন্তু তার ওই সংক্ষিপ্ত রচনার ভেতরে এমন এক সুশীল প্রতিবাদের ঝাঁঝ রয়েছে, রয়েছে দেশের তথাকথিত সেবক নামের নির্বাচিত প্রতিনিধিদের স্বরূপ নিয়ে কটাক্ষ যা, যে কোন সচেতন মানুষের মনে জাগান দেয়। তার জরীপ, দেশে অমানুষের সংখ্যা বেড়েছে। তিনি গ্রেপ্তার ও শাস্তি দাবীও করেছেন। অবশ্য অপর একটি ফেইচবুকে দেখেছি যে একজন আওয়ামী লীগ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক জনাব ওবায়েদুল কাদের। অবশ্যই উদ্যোগটি প্রশংসনীয়। আমরা আশা করবো এই লোকটির বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও ব্যবস্থা নেবেন। কনক বর্মন তার নিজের ভাষায় বলেছেন। সাহিত্যের এমন মহার্ঘ কোন কিছু রচনা করেননি। কিংবা খুবই উচ্চমার্গীয় কিছু লিখেছেন, তাও নয়। কিন্তু এর পরও তার ওই সংক্ষিপ্ত শব্দ চারটির মধ্যে এতো তেজ আর নিখুঁত এক দেশপ্রেমের ভাব উপলব্দি করেছি যে আবারো তার ওই কথা কয়টি মানুষের সামনে নিয়ে আসার ইচ্ছে জাগলো। আর সেই ইচ্ছে থেকেই হুবহু তার কথাগুলো তুলে দিলাম।

তিনি লিখেছেন, “দুটি ছবি, ঘটনাও দুটি। তবে দুটিই একই ধরণের ঘটনা এবং জঘন্য ঘটনা। শিক্ষার্থীদের উপর দিয়ে হেঁটে যাবার মত জঘন্য ঘটনা। একজন স্কুলের জমিদাতা, আরেকজন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান। একটি ঘটনা ময়মনসিংহের মেলান্দহে, আরেকটি চাঁদপুরের হাইমচরে। দুটি ঘটনাই ঘটেছে একই দিন অর্থাৎ ২৯ জানুয়ারী ২০১৭। কিভাবে একই দিনে একই ধরণের দুটি অন্যায় সংগঠিত হলো? তারমানে কি যোগসাজশে ঘটেছে অন্যায় দুটি? না, তা তো নয়। তাহলে? তাহলে আর অন্যকিছু নয়। দেশে জানোয়ারের সংখ্যা বেড়েছে। এবং এই জানোয়াররা দেশের বিভিন্ন জায়গায় এমন জঘন্য ঘটনা প্রায়শই ঘটিয়ে যাচ্ছে। সব ঘটনা মিডিয়ায় আসে না, তাই আমরা জানি না। ঘটনাচক্রে এই দুটি মিডিয়ায় এসেছে। এই মুহুর্তে গ্রেফতার করা হোক এই দুই জানোয়ারকে।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT