1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গ্ৰেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিওনের সাবেক সভাপতির মৃত্যুতে বৃটেনের ওয়েলসে শোক সভা - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

গ্ৰেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিওনের সাবেক সভাপতির মৃত্যুতে বৃটেনের ওয়েলসে শোক সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১২৫ পড়া হয়েছে

বদরুল মনসুর: গ্ৰেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিওনের সাবেক চেয়ারপার্সন ও গ্ৰেটার ম‍্যানচেস্টারের বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি বাঙালী কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম হাফিজুর রহমানের স্মরণে গ্ৰেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস্ রিজি্ওনের উদ্দোগে সম্প্রতি নিউপোর্ট নিউ লাহুর রেস্টুরেন্টে এক শোক সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাউথ ওয়েলস্ রিজি্ওনের চেয়ারপার্সন কমিউনিটি সংগঠক মোহাম্মদ আসকর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের জেনারেল সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শাহ্ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন গ্ৰেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের সাবেক চেয়ারপার্সন কমিউনিটি লিডার মকিস্ মনসুর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কমিউনিটি লিডার শেখ তাহির উল্লাহ, আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আলহাজ্ব ছালিক মিয়া, সৈয়দ আমান উল্লাহ খোকন, ইউসুফ খাঁন জিমি, বদর উদ্দীন চৌধুরী বাবর, বেলায়েত হোসেন খাঁন, রকিবুর রহমান, ফখরুল ইসলাম, এম এ রউফ, সালেহ আহমদ, ইকবাল আহমদ, আব্দুল ওয়াহিদ বাবুল, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, কামরুল ইসলাম, মোহাম্মদ আজহার, মকলিস মিয়া, ও আশরাফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের ওয়েলসের সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী। প্রধান অতিথির বক্তব্যে জি এস সি ইউকের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের সাবেক চেয়ারপার্সন মকিস্ মনসুর আহমদ, বলেন কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব হাফিজুর রহমান শুধু গ্ৰেটর সিলেট কাউন্সিল নয় অন্যান্য সংগঠনের মাধ্যমে কমিউনিটির জন্য ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তার অবদান বৃটেন প্রবাসীরা সব সময় কৃতজ্ঞচিত্তে মনে রাখবে বলে অভিমত ব্যাক্ত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT