1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে ‘তারুণ্য’ এর পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - মুক্তকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

মৌলভীবাজারে ‘তারুণ্য’ এর পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৬ মে, ২০১৭
  • ২১১ পড়া হয়েছে

বক্তব্য রাখছেন এমপি সায়রা মহসিন।

ইশরাত জাহান চৌধুরী।। মৌলভীবাজারে সামাজিক সংগঠন ‘তারুণ্য’ এর কিশোর কিশোরী মেধাযাচাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৫ মে শুক্রবার রাতে। মাহবুবুর রহমান মান্নার সভাপতিতে ও ইশরাত জাহান চৌধুরীর সঞ্চালনায় এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রওশনুজ্জামান সিদ্দিকী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, সিডা মৌলভীবাজার এর চেয়ারম্যান এস কে শামসুজ্জামান সেলিম, তারুণ্য’র উপদেষ্টা মাধুরী মজুমদার, ও কল্লোল দাস এবং বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সুরজিত কিশোর দাস চৌধুরী।
স্কুলভিত্তিক এ মেধাযাচাই কুইজ প্রতিযোগিতায় জেলা শহরের ৮টি স্কুল এবং ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রত্যেক শ্রেণী থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ১৫ জন কিশোর কিশোরী শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, তারুণ্য’র লোগো উন্মোচন ও সংগঠনটির কার্যক্রমের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে বিকেল ৩টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে ব্যান্ড দল যাযাবর, এপি এন ফ্রেন্ডস, শিল্পী রানা খান, শিল্পী তমাল ফেরদৌস, ও শিল্পী মাহমুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়। অনুষ্ঠানে কিশোর কিশোরী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT