1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৃটেন প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারের হাওর পারের ১ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

বৃটেন প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারের হাওর পারের ১ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২২ মে, ২০১৭
  • ১৫৮ পড়া হয়েছে

জেসমিন মনসুর:  অকালবন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের কাউয়াদিঘীর হাওর পারের ফতেহপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের প্রতিভা যুব সংঘ। একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর বৃটেন প্রবাসীদের অর্থায়নে গত ১৭ মে বুধবার প্রতিভা যুব সংঘের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বৃটেনের বাঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক মকিস মনসুর আহমদ।
এ সময় রাজনগর উপজেলার কাউয়াদিঘীর হাওর পাড়ের ফতেহপুর ইউনিয়নের নতুন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ অন্তেহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তেহরী আর্দশ উচ্চ বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে খাতা ও দুটি কলম দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের প্রথম যুগ্ম সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ এলাহী কুটি।
প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজারের ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল দাস উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্পের উদ্ভোধন করেন।
এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিভা যুব সংঘের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক রুমন আহমদ, যুগ্ম সম্পাদক ছাত্রনেতা ফয়সল মনসুর, যু্গ্ম সম্পাদক মো. রুবেল মিয়া,  সাংগঠনিক সম্পাদক নান্টু দেব,  সাংগঠনিক সম্পাদক নিকেশ দেব, সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের তুহিন, আকরাম আহমদ ও সানুর আহমদ প্রমুখ।
এদিকে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণকালে কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক মকিস মনসুর আহমদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এরকম প্রকল্প চালু রাখার  প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT